spark
logo
  • ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

মসজিদের দেয়াল ধসে পথচারী শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
|  ৩০ জুলাই ২০১৯, ১২:১৬ | আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৪:০০
নিহত, দেয়াল, ধস
দেয়াল ধসে নিহত আকাশ মোল্যা
নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় মসজিদ ভাঙার সময় দেয়াল ধসে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নেওয়া হলে মঙ্গলবার সকাল নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নাম আকাশ মোল্যা  (১০)। সে পৌরসভার বড়কালিয়া এলাকার হোসাইন মোল্যার ছেলে।

জানা যায়, কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটির সরকারিভাবে নতুন ভবন নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভাঙার কাজ চলছিল। সকাল সাড়ে আটটার দিকে মসজিদের পাশের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে পথচারী আকাশ মোল্যা চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সংস্কারকৃত মসজিদের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এর চাপায় এক আকাশ মোল্যা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন 

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৮৪৪৩ ৮৬৪০৬ ২২৭৫
বিশ্ব ১২৪০৮১০৬ ৭২৩৭৬৪৬ ৫৫৭৭৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়