• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

সাভার প্রতিনিধি

  ২৯ জুলাই ২০১৯, ১৫:৫২
ডেঙ্গু, জ্বর, আক্রান্ত

সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুয়েল মাহমুদ নয়নের বাড়ি ধামরাই।

নিহতের স্বজনরা জানায়, শরীরে জ্বর অনুভব করায় নয়নকে গেল শনিবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তিনি ডেঙ্গু আক্রান্ত।

পরবর্তীতে নয়নকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন নিহতের স্বজনরা। এদিকে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে এনাম মেডিকেলে ৩২ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
-----------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেলে ভর্তি ৩০ রোগী
-----------------------------------------------------------------

যাদের মধ্যে নয়ন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া হাজেরা নামের ১০বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক । নয়ন ডেঙ্গুতে আক্রান্ত হলেও শেষ স্টেজে এসে এনাম মেডিকেলে কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। দেরিতে ভর্তি হওয়ায় তাকে বাঁচানো যায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh