• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৮ ডেঙ্গু রোগী

সিলেট প্রতিনিধি

  ২৯ জুলাই ২০১৯, ১২:৫৯
ডেঙ্গু, জ্বর, আক্রান্ত

সিলেটের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজসহ নগরীর সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮ জন রোগী। তবে তারা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটের কোনও উপজেলাতেই এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ধরা পড়েনি।

আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি আলাদা ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। সেখানে রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানান, আক্রান্ত এসব রোগীর মধ্যে কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়। রোগীরা সবাই ঢাকায় আক্রান্ত হওয়ায় সিলেটে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকলেও নগরীর বিভিন্ন বেসরকারি ল্যাবে বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আর কেউ যেন স্বজন না হারায়: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
‘আমি যেমন চিকিৎসকের মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী’
X
Fresh