• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাস-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ২৬ জুলাই ২০১৯, ১৫:৪৫
বাস, দুর্ঘটনা, নিহত
কুড়িগ্রামে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

কুড়িগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকার মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার করিমের খামার গ্রামের মোস্তফা (৩৫), তার স্ত্রী জোসনা (২৮) ও তাদের নানী আমেনা বেগম (৭৫)।

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন নিহত দম্পতির মেয়ে মিম ও অটোরিকশা চালক মনির। মিমকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও মনিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

-------------------------------------------------------------
আরো পড়ুন: অটোরিকশাচালককে হত্যা করে পালানোর সময় যুবক আটক
-------------------------------------------------------------

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাটের বড়বাড়ী এলাকা থেকে যাত্রীসহ ব্যাটারিচালিত অটোরিকশাটি কুড়িগ্রামের দিকে আসছিল। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী অর্পণ নামের একটি মিনিবাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ছয় যাত্রী আহত হন। তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

হতাহতের বিষয়টি কুড়িগ্রাম সদর হাসপাতালের সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজ-খবর নেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh