• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নৌকা থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

  ২৬ জুলাই ২০১৯, ১৩:৩০
ইয়াবা, নৌকা, পাচার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলেও ইয়াবা বহনকারী নৌকাটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সোহেল রানা আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে।

এই খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। রাত ১২টার দিকে একটি নৌকা মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশের দিকে আসতে থাকে।

এ সময় কোস্টগার্ডের সদস্যরা চ্যালেঞ্জ করলে, ইয়াবা পাচারকারীরা নৌকাটি ডুবিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড বাহিনী নৌকাটি উদ্ধার করে সাত লাখ পিস ইয়াবা জব্দ করে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্টেশন কমান্ডার লে. সোহেল রানা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
X
Fresh