• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জামালপুরে বন্যায় গো খাদ্যের চরম সংকট (ভিডিও)

সুজিত রায়

  ২৫ জুলাই ২০১৯, ১৬:১১

বন্যার কারণে মানুষের দুর্ভোগের পাশাপাশি গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে জামালপুরে। পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর, ফসলী জমি। কাজ নেই নিজেদের ঘরে খাবার নেই। তার উপর গো খাদ্যের সঙ্কট। এনিয়ে চরম দুশ্চিন্তায় ফেলেছে দুর্গত এলাকার কৃষকদের।

গেলো ১২ জুলাই যমুনার পানি বিপদসীমার উপরে উঠে বন্যায় প্লাবিত হয়, জামালপুরের বিস্তীর্ণ এলাকা। জেলার ৭টি উপজেলার ১২ লক্ষধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। একেতো কাজ নেই, ঘরে খাবার নেই তার উপর বাঁধে আশ্রয় নেয়া মানুষগুলো বিপাকে পড়েছে তাদের গবাদীপশু নিয়ে। কুরবানির ঈদে গোবাদী পশু বেঁচে দু'পয়সা আয়ের স্বপ্ন দেখেছিল অনেকে। বন্যা তাদের সেই স্বপ্নও ভেঙে দিয়েছে।

----------------------------------------------------------
আরো পড়ুন: পদ্মার পানি কমলেও ভাঙন অব্যাহত
----------------------------------------------------------

প্রাণি সম্পদ কর্মকর্তারা বলছেন, গোবাদীপশুর স্বাস্থ্য সুক্ষায় মেডিকেল টিমের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি ৬ টন দানাদার খাদ্যে বিতরণ করা হয়েছে।

প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে জেলায় প্রায় ৪ লাখ গরু-ছাগল, মহিষ ভেড়া রয়েছে। দুর্গত মানুষের ত্রাণ সহায়তার পাশাপাশি এই বিপুল পরিমাণ গোবাদীপশুকে বাঁচিয়ে রাখতে জরুরিভাবে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে এটাই আশা করছে বন্যা দুর্গতরা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh