logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

বরিশালে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি চলছে (ভিডিও)

বরিশাল প্রতিনিধি
|  ২৪ জুলাই ২০১৯, ০৮:৩৯ | আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১২:৩২
বরিশালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার কর্মবিরতি চলছে। আজ বুধবার (২৪ জুলাই) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে কোনও লঞ্চ চলাচল করেনি।

bestelectronics
এর আগে ১৫ এপ্রিল বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন নৌযান কর্মচারীরা। তখন সরকার ও মালিক পক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ৪৫ কার্য দিবসের মধ্যে তাদের দাবি পূরণ করা হবে। তবে ২৬ জুন এর মেয়াদ উত্তীর্ণ হলেও ১০ জুলাইয়ের বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী বলেছিলেন, ১৫ জুলাইর মধ্যে ব্যবস্থা নিবেন। এই সময়ও পার হলে ২০ জুলাই  নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা সিদ্ধান্ত নেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৩ জুলাই মধ্যরাত থেকে সকল প্রকার নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করবে। 

কর্মবিরতির কারণে সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে কোনও লঞ্চ চলাচল না করায় যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছে।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়