• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে বন্যায় ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ (ভিডিও)

খন্দকার একরামুল হক সম্রাট

  ২৩ জুলাই ২০১৯, ১৩:৩৪

গেলো কয়েকদিনের টানা বন্যায় বন্ধ হয়ে আছে কুড়িগ্রাম জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে জেলার ৭৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে আড়াই লাখ শিক্ষার্থীর পাঠদান ব্যহত হচ্ছে। এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্যা দুর্গতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় জেলার শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

যে বিদ্যালয়গুলোতে শিশুরা ক্লাস শেষে খেলা-ধুলায় সময় পার করতো এখন সেখানে শুধু থৈ থৈ পানি। এবারের ভয়াবহ বন্যায় এমন করুন দশা কুড়িগ্রামের প্রায় সব স্কুল-কলেজের।

টানা বন্যার কারণে এবার কুড়িগ্রামের ১২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭০টি মাদ্রাসা, ১৭টি মহাবিদ্যালয় এবং ৫৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান আবার ব্যবহার করা হচ্ছে বাসভাসীদের আশ্রয় কেন্দ্র হিসেবে।

জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, হিসেব মতে বন্যায় জেলার ৫৫টি স্কুল, ১৭টি মাদ্রাসা ও ২টি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।

বন্যার পানি নেমে গেলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু করতে বেশ সময় লাগবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মাদরাসাও বন্ধ ঘোষণা
স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা
বেতন-ভাতা নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি মাদরাসার শিক্ষার্থীদেরকে নিয়োগের দাবি
X
Fresh