• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ জুলাই ২০১৯, ১১:০৯
বানভাসি, যমুনা, পানি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের।

চলতি বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৫২টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ৯০ হাজার পরিবারের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

এর মধ্যে কাজিপুর উপজেলায় বন্যার ভয়াবহতা বেশি দেখা দিয়েছে। এই উপজেলার অধিকাংশ ইউনিয়ন যমুনার চরাঞ্চলে অবস্থিত। চরাঞ্চলের বাড়িগুলো এখনও পানিতে নিমজ্জিত থাকায় বানভাসি মানুষ গবাদি পশু নিয়ে উঁচু স্থান ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

বন্যাকবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। অধিকাংশ এলাকার বানভাসিদের অভিযোগ, তাদের কাছে এখনও কোনও ত্রাণসামগ্রী পৌঁছায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh