logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বাবাসহ দুই ছেলের

পঞ্চগড় প্রতিনিধি
|  ২১ জুলাই ২০১৯, ০৯:৪০
বিদ্যুৎস্পৃষ্ট
মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বাবাসহ দুই ছেলের
পঞ্চগড় সদর উপজেলার একটি খালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবাসহ দুই ছেলের মৃত্যু হয়েছে।

bestelectronics
গতকাল শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় হাফিজাবাদ ইউনিয়নের মাহানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার শহিদুল হক (৪০) এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম ও আশাদুর রহমান।

জানা যায়, বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই খালের পড়ে থাকে। পরে শহিদুল হক সেখানে মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে তার বড় ছেলে নাজিরুল ইসলাম এগিয়ে আসেন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর বাবা ও বড়ভাইকে বাঁচাতে পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন তার ছোট ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মঈন খন্দকার বলেন, তাদের হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যান।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়