• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে ৫০ হাজার পরিবার বন্যায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২০ জুলাই ২০১৯, ১৭:৩৯
বন্যা, দুর্গত, পানি

মানিকগঞ্জে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে শনিবার সকাল নয়টার দিকে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে মানিকগঞ্জের পাঁচটি উপজেলার ৩০টি ইউনিয়নের ৭০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানিও বাড়ছে।

জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের সূত্রে জানা গেছে, দৌলতপুর, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার অন্তত ৩০টি প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। গৃহহীন হয়েছে তিন শতাধিক পরিবার।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. বাবুল মিয়া আরটিভি অনলাইনকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙনকবলিত মানুষের মধ্যে আট মেট্রিকটন চাল দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আরও কয়েক টন চাল ও শুকনা খাবার বিতরণের ব্যবস্থা চলমান রয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির রেকর্ড অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে মায়ামির গোলবন্যা
হরিণাকুন্ডুতে পাখিদের জন্য গাছে গাছে পানির পাত্র
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু
বান্দরবানে ঝিরি শুকিয়ে যাওয়ায় পানির তীব্র সংকট
X
Fresh