• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুর-রায়পুর-চৌমুহনী মহাসড়ক যেন ধান ক্ষেত (ভিডিও)

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২০ জুলাই ২০১৯, ১৬:৩৫

লক্ষ্মীপুর-রায়পুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কটি যেন বিস্তৃর্ণ কোনো ধানক্ষেত। সংস্কার না করায় বৃষ্টির মৌসুমে তা যেন চাষের জমিতে পরিণত হয়েছে। আর এজন্য এলাকাবাসী কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন। সড়কটিতে ধানের চারা লাগানোর পাশাপাশি ফুটবল খেলে প্রতিবাদও জানিয়েছেন তারা।

ছবি দেখে বোঝার উপায় নেই এটি একটি আঞ্চলিক মহাসড়ক। সড়কে ভারী যানবাহন চলাচলের মাঝেই কেউ ধানের চারা রোপণ করছেন, কেউ কেউ আবার ফুটবল খেলছেন।

কোনো ফসল বা কাপের আশায় নয়, কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে এলাকাবাসীর এই প্রতিবাদ।

শুধু লক্ষ্মীপুর-রায়পুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর অংশ নয়, রায়পুর উপজেলার পাটারির হাট রাস্তার মাথা থেকে সদরের দালাল বাজার মাইলের মাথা পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে খানা খন্দে ভরা। মোটরসাইকেল আরোহী, যাত্রী, স্থানীয় বাসিন্দা ছাত্র ও চালক।

নিজেদের গাফিলতির ব্যাপারে যুক্তি তুলে ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

আগামী আগস্ট মাসের মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত।

তবে আশ্বাসের বাস্তবায়ন দেখতে চান স্থানীয়রা।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh