• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দুই মালিক সমিতির দ্বন্দ্বে ভোগান্তি হাজারো যাত্রীর

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৯, ১৫:৫২
বাস, ধর্মঘট, যাত্রী

সিরাজগঞ্জ বাস মালিক সমিতি ও ঢাকার মহাখালী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী।

সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি জানান, ঢাকার মহাখালী বাস মালিক সমিতি রুট পারমিট না নিয়েই কয়েক দিন আগে জোর করে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চালানো শুরু করে।

পরে সিরাজগঞ্জ মালিক সমিতি জেলা প্রশাসকের কাছে এ সকল বাস বন্ধের আবেদন করে। জেলা প্রশাসক গেল ৯ জুলাই ১০ দিনের মধ্যে দুই মালিক সমিতিকে বসে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত দেন। কিন্তু মহাখালী মালিক সমিতি হঠাৎ করেই আজ সকালে টার্মিনালে থাকা সিরাজগঞ্জের সকল কাউন্টার বন্ধ করে দেয়। সেইসঙ্গে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস আটকে রেখে শ্রমিকদের বিভিন্ন ভয়-ভীতি দেখায়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ বাস মালিক সমিতি।

মালিক সমিতির নেতারা জানিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
X
Fresh