• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

টানা বর্ষণে রাঙামাটিতে আবারোও পাহাড় ধসের আশঙ্কা (ভিডিও)

রাঙামাটি প্রতিনিধি

  ১২ জুলাই ২০১৯, ১৫:৩৯

টানা বর্ষণে আবারো পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে পার্বত্য জেলা রাঙামাটিতে। ঝুঁকিপূর্ণ এলাকার সকলকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। যেকোনো প্রকার দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।

২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে স্মরণ কালের ভয়াবহ পাহাড় ধসে প্রাণ হারিয়েছিলেন ১২০ জন। আহত হয়েছিলেন দুই শতাধিক, আর ঘর বাড়ি হারিয়েছিলেন সহস্রাধিক মানুষ।

ভয়াবহ সেই দুর্যোগে রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়কের ১৫২টি স্থানে ধসে পড়েছিল। সেই থেকে বর্ষা মৌসুম আসার আগেই আগাম সতর্কতা নেয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
গত তিনদিনের টানা বর্ষণ শুরু হওয়ার আগে থেকেই মাইকিং করা হচ্ছে। সরিয়ে নেয়া হচ্ছে লোকজনদের।

ইতোমধ্যে খোলা হয়েছে ২১টি আশ্রয় কেন্দ্র। তাদের জন্য পর্যাপ্ত খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

আতঙ্কে আছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। অনেকেই ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে অপরাগতা দেখালেও প্রশাসন তাদের অনুরোধ করে নিয়ে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে।

টানা বর্ষণে ১৩ জুনের মতো আর কোনও প্রাণহানি যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ
X
Fresh