• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

রিফাত হত্যা মামলার আসামি রাব্বী আকন গ্রেপ্তার (ভিডিও)

বরগুনা প্রতিনিধি

  ১২ জুলাই ২০১৯, ১০:১৬

রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামি রাব্বী আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় বরগুনা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাব্বী আকন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন রাব্বী আকনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সংবাদ সম্মেলন করেছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গেল বুধবার রাতে সন্দেহভাজন আসামি হিসেবে রাতুল সিকদার নামে একজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়েছিল।

বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির তাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলেন। বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এক জুলাই মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি অলি ও তানভীর, চার জুলাই রাতে মামলার চার নম্বর আসামি চন্দন ও নয় নম্বর আসামি মো. হাসান, পাঁচ জুলাই রাতে মো. সাগর ও নাজমুল হাসান এবং ১০ জুলাই রাতে রাফিউল ইসলাম রাব্বী আদালতে হাজির হয়ে বিচারকের সামনে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এখন পর্যন্ত সাতজন আসামি হত্যার দায় স্বীকার করেছেন।

প্রধান আসামি নয়ন বন্ড গেল দুই জুলাই ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে তিন জুলাই রাতে পুলিশ গ্রেপ্তার করে। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে হত্যা মামলায় সাত দিন জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র মামলায় আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবণ ও টিকটক হৃদয়কে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে নোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী
টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
X
Fresh