• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

  ১১ জুলাই ২০১৯, ১৯:০৮
মরদেহ, সন্তান, পুলিশ

নিখোঁজের তিন দিন পর রংপুর নগরীর বাবুপাড়া এলাকা থেকে দুই সন্তানের জননী রেশমা বেগম রেশমির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল খালেক জুম্মান ও বড় ভাই বান্ঠাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃতের গলায় গামছা পেঁচানো ছিল। তার চোখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুনর রশিদ জানান, মৃত রেশমি দুই সন্তানের জননী। রেশমির বাড়ি দিনাজপুরে। পাঁচ থেকে ছয় বছর আগে রংপুর নগরীর বাবুপাড়া এলাকার মৃত আব্দুল কাবেল মিয়ার ছেলে মো. আব্দুল খালেক ওরফে জুম্মনের সঙ্গে রেশমির বিয়ে হয়। গেল তিন দিন আগে থেকে রেশমিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রেশমি নিখোঁজের পর তার স্বামী জুম্মন কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটিকে আমরা হত্যাকাণ্ড হিসেবেই ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বাকিটা জানা যাবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh