spark
logo
  • ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪১ জন, আক্রান্ত ৩৩৬০ জন, সুস্থ হয়েছেন ৩৭০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সংরক্ষিত আসনের এমপি রুশেমা ইমাম আর নেই

স্টাফ রিপোর্টার, ফরিদপুর
|  ১০ জুলাই ২০১৯, ১১:৫৫ | আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৩:০৬
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রুশেমা ইমাম আর নেই। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুকে ব্যথা নিয়ে রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি।

মৃত্যুকালে তিনি দুই ছেলে সাইফুল আহাদ ওরফে সেলিম, আসাদুল আহাদ ও একমাত্র মেয়ে কানাডা প্রবাসী ফারজানা আহমেদ উর্মি ইমামসহ বহু গুণগ্রাহী রেখে যান।

ব্যক্তিজীবনে তিনি ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ডাক নাম ছিল হাসি। এ বছরের আট ফেব্রুয়ারি ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের এমপি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশেমা ইমামকে মনোনীত করেন।

মরহুমার মরদেহ এখন ফরিদপুর শহরের ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ আজ বিকেল চারটায় সর্বসাধারণের দেখার জন্য বাড়ির সামনে রাখা হবে। এরপর বাদ আছর ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে কমলাপুর পারিবারিক গোরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেবি/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৫৪৯৪ ৮৪৫৪৪ ২২৩৮
বিশ্ব ১২১৮০৮৩২ ৭০৮১৪১০ ৫৫২৩৯৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়