• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে চার হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ

আরটিভি রিপোর্ট

  ১০ জুলাই ২০১৯, ০৪:৫৯
বুড়িগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের চতুর্থ পবের্র চতুর্থ দিনে গুঁড়িয়ে দেয়া হয়েছে দু’টি সাত তলা ভবনসহ ৪৭টি স্থাপনা। এ নিয়ে এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। নদী পুরোপুরি দখলমুক্ত করতে নতুন করে জরিপ করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বুড়িগঙ্গার উত্তর পাড়ে খোলামুড়া গুদারাঘাটে দুটো সাততলা ভবন গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

গেল ২৯ জানুয়ারি ছিল উচ্ছেদ অভিযানের প্রথম দিন। এরপর থেকেই কার্যক্রম শুরু হয়। যা এখনও চলমান। প্রথম দিকে দুটো ভবন ভাঙা শুরুর একপর্যায়ে মালিকদের অনুরোধে তাদের সময় দেয় বিআইডব্লিউটিএ।

কিন্তু মালিকরা নিজ দায়িত্বে ভবনটি আর ভাঙেনি। ফলে ছয় মাস পর বিআইডব্লিউটিএ ফের অভিযান চালায়। এতে রেহাই পায়নি পাশের টিনের দোকান, গুদাম ও বসতভিটা। সব মিলিয়ে ৪০ দিনে উচ্ছেদ করা হলো প্রায় সাড়ে চার হাজারেরও বেশি অবৈধ স্থাপনা।

এছাড়া নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নতুন করে জরিপ চালানোর কথা জানালেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কেবল দখলমুক্তই নয়, দখলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিআইডব্লিউটিএ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি 
X
Fresh