logo
  • ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯, ১ অগ্রহায়ণ ১৪২৬

ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন: আট গ্রাম প্লাবিত (ভিডিও)

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১০ জুলাই ২০১৯, ০৪:৩৪ | আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৪:০৪

ফেনীর পরশুরাম, ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত হয়েছে। গত দুইদিন অবিরাম বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার ১ দশমিক ০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শালধরে মুহুরী নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙে শালধর, মালিপাথর, নিলক্ষী, দেরপাড়া গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারের গাড ওয়ালের উপর দিয়ে মুহুরী নদীর পানি প্রবাহিত হয়ে ফুলগাজী বাজারে প্রায় শতাধিক দোকানে পানি প্রবেশ করেছে।

পানিতে অনেক ব্যবসায়ীর দোকানের মালামাল নষ্ট হয়েছে। এদিকে প্লাবিত হওয়ার কারণে ফুলগাজী, পরশুরামে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ফুলগাজী বাজারে রাতে পানি সরে গেছে।

পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. জহির উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবস্থা আশঙ্কাজনক।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মুহুরি নদীর ৪টি স্থানে ভাঙনের ফলে সদর ইউনিয়নের কমপক্ষে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।  

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়