• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রিফাত হত্যা: দৌড়ে গিয়ে রামদা নিয়ে আসে রিফাত ফরাজী (নতুন ভিডিও)

বরগুনা প্রতিনিধি

  ০৭ জুলাই ২০১৯, ১৪:৪৫

রিফাত হত্যার ঘটনায় গণমাধ্যমের কাছে আসা আরও একটি সিসিটিভি ফুটেজে এসেছে। সেখানে দেখা গেছে রিফাত শরীফ হত্যায় নেতৃত্বে ছিল রিফাত ফরাজী এবং সহায়তায় ছিল তার ছোট ভাই রিশান ফরাজী।

নতুন সিসিটিভির ফুটেজে দেখা যায়, ২৬ জুন সকালে ১০টা ৩ মিনিটের সময় কলেজের সামনে ৬ থেকে ৭ জনকে নিয়ে অবস্থান করছে রিফাত ফরাজী ও তার ছোট ভাই রিশান।

কয়েক মিনিট পর যখন কলেজ থেকে স্ত্রীসহ রিফাত বের হন ঠিক তখনি রিশান ফরাজীর নেতৃত্বে কয়েকজন রিফাতকে মারতে মারতে সামনে নিয়ে আসে। কলেজ গেটের কিছু দূরে দাঁড়ানো নয়ন বন্ডের সামনে এনে তারা রিফাত শরীফকে কিল ঘুষি মারতে থাকে। ঠিক ওই সময় রিফাত ফরাজী ও আরেকজন দৌড়ে গিয়ে রামদা নিয়ে আসে এবং এবং একটি নয়নকে দেয়। প্রথমেই কোপ দেয় রিফাত ফরাজী। পরে নয়ন বন্ড উপর্যপুরি রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে চলে যায়।

রিফাত শরীফকে হত্যার ঘটনায় তার বাবা দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা সদর থানায় ১২ জনের নামোল্লেখ করে একটি মামলা করেন।