• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে বিষাক্ত মদ পান করে ৫ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

  ০৬ জুলাই ২০১৯, ১৬:১৭

রংপুর নগরীর হারাগাছে দেশীয় চোলাই বিষাক্ত মদ পান করে তিনদিনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও চারজন অসুস্থ্য হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গেল মঙ্গলবার সন্ধ্যায় হারাগাছ থানার চরচতুরা গাছবাড়ী এলাকায় স্থানীয় জনৈক ব্যক্তির বাড়িতে দেশীয় চোলাই মদ পান করেন স্থানীয় বেশ কয়েকজন ।
তাদের মধ্যে অতিরিক্ত চোলাই মদ পানে বিষক্রিয়ায় ব্রেইন স্টক হয়ে গত বুধবার সকালে ধুমগড়া গ্রামরে আমরুল ইসলাম নিজ বাড়িতে মারা যান। ওই দিন রাতে ক্যালনেটারী গ্রামের আনারুল নিজ বাড়িতে ও মিলনবাজার গ্রামের এজারুল ইসলাম রংপুর হাসপাতালে মারা যান। শুক্রবার সকালে পশ্চিম পোদ্দারপাড়া গ্রামরে নুর আমনি ড্রাইভার ও কাসাইটারী গ্রামরে ফুলবাবু হাসপাতালে মারা যান।

এছাড়া কাসাইটারী গ্রামরে ওবায়দুল ও ক্যালনেটারী গ্রামের চান মিয়াসহ চারজন রংপুর মডিক্যাল কলজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মামলা ও সামাজিক মর্যাদা হানির ভয়ে নিহতের পরিবারের লোকজন চোলাই মদ পানে মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেন বলে অভিযোগ ওঠেছে।

হারাগাছ থানার ওসি (অপারশেন) মো. রবিউল ইসলাম জানান, ঘটনাটি অনুসন্ধানে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার কাউকে কোনও অভিযোগ করেনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh