• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

পেট-বুক জোড়া লাগানো যমজ বাচ্চার জন্ম পাবনায়

পাবনা প্রতিনিধি

  ০১ জুলাই ২০১৯, ১৪:১৬
যমজ বাচ্চা

পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে সোনিয়া খাতুন নামের এক প্রসূতি পেট ও বুক জোড়া লাগানো যমজ বাচ্চার জন্ম দিয়েছেন।

রোববার রাতে শহরের শালগাড়িয়ার যমুনা ক্লিনিকে এই জমজ বাচ্চার জন্ম হয়। চিকিৎসক ইসমত আরা পপি এই প্রসূতির সিজার করেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই মা ও শিশুকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদুয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী সোনিয়া খাতুন এই যমজ বাচ্চার মা।

বাচ্চার বাবা ফিরোজ শেখ আরটিভি অনলাইনকে বলেন, আমরা দরিদ্র পরিবারের মানুষ। যমজ বাচ্চা দুটিকে এখন কিভাবে চিকিৎসা করে সুস্থ করবো ভেবে পাচ্ছি না।

প্রসূতির চিকিৎসক ইসমত আরা পপি বলেন, বাচ্চা দুটির সমস্যা জন্মগত। উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে তাদের আলাদা করে সুস্থ করা সম্ভব।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই’
পুলিশের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবিদ্ধ ১
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল’
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
X
Fresh