logo
  • ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০১৯, ৭ কার্তিক ১৪২৬

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
|  ০১ জুলাই ২০১৯, ০৯:৩২ | আপডেট : ০১ জুলাই ২০১৯, ২৩:০০
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনজনের মধ্যে দুজন হেলপার ও চালক রয়েছেন বলে জানা গেছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ভোরে ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে মালবাহী অপর একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  পিকআপ ভ্যানের চালক-হেলপারসহ তিনজন নিহত  হন।

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়