logo
  • ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
|  ৩০ জুন ২০১৯, ১৮:৪৬ | আপডেট : ৩০ জুন ২০১৯, ১৯:০৭
সাপ
নড়াইলের লোহাগাড়া উপজেলায় সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাতে উপজেলার শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম আছিয়া (৮)। সে ওই গ্রামের কৃষক সরু মোল্যার মেয়ে।

প্রতিবেশী রাজিব হোসেন জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় আছিয়া। রাতের কোনও একসময় তাকে সাপে কাটলেও কেউ বিষয়টি টের পায়নি। রোববার সকালে সাপে কাটার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এদিকে গতকাল শনিবার এই গ্রামের সৈয়দ মিজানুর রহমানের ঘর থেকে একটি  মা সাপসহ ৫০টি সাপের বাচ্চা মারা হয়। এসময় বেশকিছু ডিম ধ্বংস করা হয়।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়