logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯ আশ্বিন ১৪২৭

বাস চাপায় মা-ছেলে নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর

  গোপালগঞ্জ প্রতিনিধি

|  ২৯ জুন ২০১৯, ১৩:৪২
সড়ক দুর্ঘটনা
বাস চাপায় মা-ছেলে নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় মা-ছেলে নিহত হয়েছেন।  এ ঘটনার পরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে ও তাতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কের দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। 

আজ শনিবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেঁড়া খোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম(৩৪) এবং তার ছেলে সাকিব খান(৮)। 

জানা যায়, স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্ট মার্টিন নামের একটি বাস তাদেরকে ঘটনাস্থলে চাপা দেয়। 

অবরোধের সময় ১০/১২ টি যানবাহন ভাংচুরে ঘটনা ঘটে। এতে জানালার কাচ ভেঙে আহম্মদ (৮) নামে এক শিশু বাসযাত্রী আহত হয়। পরে প্রশাসন ওই স্থানে স্পিড বেকার তৈরির আশ্বাস দিলে আন্দোলনকারীরা সকাল সোয়া ১০ টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন। তারপর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। জনতা অবরোধ তুলে নিয়েছে। মা ও ছেলের মরদেহ তাদের আত্মীয় স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৩৯৫৩ ২৬২৯৫৩ ৫০৪৪
বিশ্ব ৩,১৮,২৪,৯০৮ ২,৩৪,২৭,৯১৮ ৯,৭৬,১৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়