• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধামরাই উপজেলা প্রশাসনিক ভবন থেকে খসে পড়ছে ইট-সুরকি

স্টাফ রিপোর্টার, সাভার

  ২২ জুন ২০১৯, ১৭:৪৪
ধামরাই উপজেলা প্রশাসনিক ভবন - rtv online

বেহাল দশা ধামরাই উপজেলা প্রশাসনিক ভবনের। সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ভিজে যাচ্ছে। সিলিং থেকে খসে পড়ছে ইট-সুরকি। জরাজীর্ণ ভবনটিতে আতঙ্ক নিয়েই কাজ করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারিদের।

১৯৮২ সালে উপজেলার কার্যক্রম পরিচালনায় নির্মিত হয় ধামরাই উপজেলা প্রশাসনিক ভবন। বর্তমানে জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়ালের ফাটল দেখা দেয়া ছাড়াও খসে পড়ছে ইট-সুরকি। সামান্য বৃষ্টিতেই দেয়াল চুইয়ে পানি ঢুকে নষ্ট হচ্ছে অফিসের প্রয়োজনীয় ফাইলপত্র।

শুধু ছাদ কিংবা দেয়ালের বিম নয়, পুরানো এ ভবনের সিঁড়িগুলোর অবস্থাও ঝুঁকিপূর্ণ।

তবে ভবন মেরামতের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম।

সংকট নিরসনে অচিরেই ভবনটি মেরামতে নজর দেবে প্রশাসন—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
লাইসেন্সের মেয়াদ শেষ, ধামরাইয়ে হাসপাতাল সিলগালা
মোটরসাইকেল থেকে ছিটকে ঢাবির সাবেক ছাত্রের মৃত্যু
গুড় কারখানায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
X
Fresh