• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশের সব নির্বাচন ইভিএম’র মাধ্যমে হবে তার প্রস্তুতি নেবো: সিইসি

বগুড়া প্রতিনিধি

  ১৯ জুন ২০১৯, ২১:৩৫
কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একসময় দেশের সব নির্বাচনে ইভিএম এর মাধ্যমে হবে তার প্রস্তুতি আমরা নেবো।

আজ বুধবার (১৯ জুন) দুপুরে বগুড়া জেলা প্রশাসন কার্যালয়ে আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

নুরুল হুদা বলেছেন, আইনগত কাঠামো হয়েছে, বিধি হয়েছে, এখন শুধু চালু করার বিষয়। প্রাথমিক পর্যায়ে কোথাও কোথাও হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে। সেগুলো আমরা নিজেদের যোগ্যতায় ঠিক করে নেবো। এই প্রস্তুতি নিয়ে আমরা বগুড়া-৬ আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

সভায় নির্বাচন কমিশনের সচিব আলমগীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান, রাজশাহীর ডিআইজি একেএম হাফিজ আকতারসহ জেলা আইন শৃঙ্খলা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh