logo
  • ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, চালক-হেলপার নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
|  ১৬ জুন ২০১৯, ০৮:৫৩ | আপডেট : ১৬ জুন ২০১৯, ১২:৩৩
ঝিনাইদহের কালিগঞ্জে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

আজ রোববার (১৬ জুন) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের ওই বাসের চালক ও হেলপার।

নিহতরা হলেন, ট্রাকচালক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার  জনি (৩৫) ও একই উপজেলার হেলপার জহির (২৫)।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, মোংলা থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি কুষ্টিয়া যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে ট্রাকচালক জনি ও হেলপার জহির ঘটনাস্থলে মারা যান।    

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম জানান, কালিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন। দুই জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়