logo
  • ঢাকা শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

মোটরসাইকেল-অটোবাইকের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

পাবনা প্রতিনিধি
|  ১২ জুন ২০১৯, ১৩:১১ | আপডেট : ১২ জুন ২০১৯, ১৬:৫১
পাবনা শহরের চাঁদমারী মোড়ে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

bestelectronics
নিহতরা হলেন- সদর থানার বলরামপুর গ্রামের আমিন উদ্দিন প্রামানিকের ছেলে হাফেজ ওয়ালিদ হোসেন (২২) ও তার ভাতিজা শফিক প্রামানিকের ছেলে প্রান্ত (১২)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক আরটিভি অনলাইনকে  জানান,  সকালে দোকানের ভূষিমাল আনার জন্য ওয়ালিদ তার ভাতিজা প্রান্তকে নিয়ে মোটরসাইকেলে করে পাবনার শিল্পনগরী এলাকা বিসিকে যাচ্ছিলেন। তারা শহরের চাঁদমারি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজা নিহত হন। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জেবি/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়