• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বকশিশের নামে বাড়তি ভাড়া আদায়, ৫ বাসকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

  ১২ জুন ২০১৯, ০৮:২৩

দক্ষিণ চট্টগ্রাম রুটের পাঁচটি বাসকে ৭৩ হাজার জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ঈদ বকশিশের নামে বাড়তি ভাড়া আদায় করছিলেন।

মঙ্গলবার শাহ আমানত সেতু এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক চট্টগ্রাম থেকে পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী রুটের বিভিন্ন বাসে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল বলেন, যাত্রী ও বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ঈদের সাতদিন পরও বাসগুলোতে ঈদ বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীরা বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন চালক ও তাদের সহকারীরা।

অভিযানে লোহাগাড়ার আমিরাবাদ থেকে চট্টগ্রামের ভাড়া ১০০ টাকা হলেও সেগুলোতে ১৫০ টাকা, পটিয়া থেকে নগরীর ভাড়া ২০ টাকার জায়গায় ৫০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে।

বাঁশখালী থেকে চট্টগ্রামের ভাড়া ৬৫ টাকা হলেও ১২০ টাকা করে আদায় করা হচ্ছিল বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসব অভিযোগের ভিত্তিতে পাঁচটি বাসকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এদিকে গেল ৯ জুন অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় শাহ আমানত সেতু এলাকায় এক যাত্রীকে মারধর করায় ঢাকা মেট্রো ব ১১-১৪৮১ নম্বরের শ্যামলী পরিবহনের বাসটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মনজুরুল।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু, র‍্যাবের দাবি গরমে
জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা
নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, আ.লীগ নেতাকে জরিমানা
‘লাখ টাকায় ভাড়াটে শুটার এনে চেয়ারম্যানকে হত্যা করা হয়’
X
Fresh