logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

এক সঙ্গে প্রাণ গেল তিন বন্ধুর

নওগাঁ প্রতিনিধি
|  ১১ জুন ২০১৯, ২২:৪৬
নওগাঁর মহাদেবপুর নজিপুর রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলর তিন আরোহী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (১১ জুন) রাত ৯টার দিকে মহাদেবপুর নজিপুর রোডে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. আব্দুস সামাদের ছেলে সাগর (১৯), মো. দুলাল হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ (১৯), মো. গোলাম রসুলে ছেলে মোহাম্মদ রুহানি (১৮)। নিহত তিনজনের বাড়ি মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয় পুর গ্রামে।

জানা যায়, বন্ধু সাগরের দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে মহাদেবপুর তিনজন বেড়াতে যান। ফেরার পথে তাদের নিজ বাড়ি বিজয়পুর মহাদেবপুর যাবার সময় অজ্ঞাত এক যানবাহনের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ রুহানি ও মোহাম্মদ দুলাল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ শরীফকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর সময় রাস্তায় তার মৃত্যু হয়। 

মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, নিহতরা তিনজন বন্ধু। অজ্ঞাত এক যানবাহন মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুইজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় আরেকজনের মৃত্যু হয়। 

তিনি জানান, মোটরসাইকেলটিকে কোন যানবাহন ধাক্কা দেয় সেটা জানা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনও মামলা হয়নি।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়