logo
  • ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত

ফেনী প্রতিনিধি
|  ০৯ জুন ২০১৯, ০৮:১৮ | আপডেট : ০৯ জুন ২০১৯, ১০:০১
ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। 

শনিবার (৮ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এছাড়া অস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, রাতে ফতেহপুর রেলগেট এলাকায় মাদক বিক্রেতাদের সঙ্গে র‌্যাব-৭ এর পাল্টাপাল্টি গুলি বিনিময় শুরু হয়। এসময় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত হন। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে একটি হটপটের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়