• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের ব্যস্ত কাঁঠালবাড়ী ঘাট

মাদারীপুর প্রতিনিধি

  ০৮ জুন ২০১৯, ০৯:০৭

ঈদের ছুটি শেষ। ঢাকামুখী হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। শনিবার (৮ জুন) সকাল থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়ার কাঁঠালবাড়ী ঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়।

এদিকে ঈদ ফিরতি যাত্রায় যাত্রী দুর্ভোগ এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে বলে
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়। বর্তমানে ২১টি ফেরি চলছে। এছাড়া ৮৭ টি লঞ্চ, ২ শতাধিক স্পিডবোট রয়েছে।

শিমুলিয়ায় বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পর্যন্ত গাড়ির চাপ ছিল অনেক। সকাল সাড়ে ৮টার পর থেকে ঘাটে চাপ স্বাভাবিক হতে শুরু করে। শিমুলিয়া ঘাটে চাপ এর তুলনায় কাঁঠালবাড়ি ঘাট দিয়ে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকা ফেরা মানুষের চাপ অনেক বেশী।

তিনি বলেন, কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি, লঞ্চ কানায়-কানায় ভরে আসছে। কাঁঠালবাড়ি ঘাটে ফেরি লোড ও আনলোড হতে সময় লাগায় ফরি শিমুলিয়া ঘাটে আসতে কিছুটা সময় লাগছে।

অপরদিকে, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএসহ পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব, কোস্টগার্ড ঘাটে দায়িত্বে রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh