• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যানজটে পড়ে বঙ্গবন্ধু সেতুতে ক্রিকেট খেলে সময় কাটালো যাত্রীরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ জুন ২০১৯, ১৮:৩৫

ঈদের আনন্দ প্রিয়জন‌দের সঙ্গে ভাগাভা‌গি ক‌রতে রাজধানী থে‌কে নাড়ির টানে বা‌ড়ি ফির‌ছেন মানুষজন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপুর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। আটকা পড়েছে হাজারেরও বেশি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকেরা।

দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে থাকতে এক সময় বঙ্গবন্ধু সেতুতে ক্রিকেট খেলতে নেমে পড়েন যাত্রীরা।

দেখা যায় ঢাকাগামী লেনে গাড়ি না থাকা ফাঁকা হয়ে পড়ে সেখানেই অপর লেনে আটকে পড়া যাত্রীরা ক্রিকেট খেলায় মেতে উঠেন। এভাবেই অসহনীয় কষ্টের মাঝে সময় কাটানোর চেষ্টা করছেন যাত্রীরা।

সাধারণ যাত্রীরা জানান, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে করে তারাসহ অন্যান্য নারী যাত্রী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
স্বস্তির ঈদযাত্রা, ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
বঙ্গবন্ধু সেতুতে ৯ হাজার ৩২৪ মোটরসাইকেল পারাপার
X
Fresh