logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ময়দান

তানভীর হায়দার, কিশোরগঞ্জ
|  ০৪ জুন ২০১৯, ১২:৫৯ | আপডেট : ০৪ জুন ২০১৯, ১৩:৩০
ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। কিশোরগঞ্জ ছাড়াও আশেপাশের জেলার মুসুল্লিরা এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। লাখো মুসুল্লির অংশগ্রহণে এবার ঈদ জামাত সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মুসল্লিদের নিরাপত্তায় থাকছে চারস্তরের নিরাপত্তা। সঙ্গে ড্রোন ও সিসিটিভির নজরদারি। জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হবে সকাল ১০টায়।

bestelectronics
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাঠের দাগ কাটা, মেহরাব, দেয়ালে চুনকাম, ওজুখানা তৈরি ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক প্রস্তুতি নিচ্ছে পরিচালনা কমিটি। এ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯২তম জামায়াত। আয়োজকদের আশা এতে তিন লাখের বেশি মুসুল্লি অংশ নেবেন। 

দেশ-বিদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়গুলো মাথায় রেখে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। থাকছে র‌্যাব-পুলিশ ও বিজিবির টহল।  নিরাপত্তাসহ ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতির কথা জানান, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক।

দেশ ও জাতির সমৃদ্ধি কামনার মধ্যে দিয়ে, শোলাকিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবারের ঈদ জামাত। এমনটাই প্রত্যাশা সবার।

পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়