• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

চমেকে ঈদ উপলক্ষে কন্ট্রোল রুম

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৪ জুন ২০১৯, ১২:২২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঈদুল ফিতরের ছুটিতে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে কন্ট্রোল রুম চালু করছে কর্তৃপক্ষ।

সেবাগ্রহীতাদের অভিযোগ গ্রহণের জন্য হাসপাতালের প্রশাসনিক ব্লকে এ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কন্ট্রোল রুমে কথা বলতে ৬৩০১৭৬ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে। পাশাপাশি সরাসরি গিয়েও অভিযোগ জানাতে পারবেন সেবাগ্রহীতারা।

মঙ্গলবার থেকে কন্ট্রোল রুম থেকে সেবা মিলবে।

চমেক হাসপাতাল উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, রোগী ও স্বজনদের অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক সমাধানের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তিনদিন এ কন্ট্রোল রুম চালু থাকবে।

উল্লেখ্য, এক হাজার ৩১৩ শয্যার চমেক হাসপাতালে দুই থেকে আড়াই হাজার রোগী নিয়মিত ভর্তি থাকেন। এ ছাড়া প্রতিদিন ছয়শ থেকে নয়শ রোগী জরুরি চিকিৎসাসেবা নিতে আসেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন যাত্রায় সাকিবকে পাশে পেলেন রুবেল
স্নাতক পাসে চাকরি দেবে এসিআই, কাজ সপ্তাহে ৫ দিন
‘খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই’
কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে যা বললেন মিল্টন সমাদ্দার
X
Fresh