• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বেদখল রোধে কাপ্তাই হ্রদে অভিযান

রাঙামাটি প্রতিনিধি

  ৩১ মে ২০১৯, ০৯:২২

কাপ্তাই হ্রদ বেদখল রোধে রাঙামাটির চম্পক নগর, শিল্পকলা একাডেমি এলাকায় অভিযান চালিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর দুইটায় চম্পক নগরের গাত্তোপাড়ায় এ অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় প্রায় দুই কোটি টাকার জমি ও দুই লাখ টাকার নির্মাণসামগ্রী।

রাঙামাটি সদরের এসিল্যান্ড মৌমিতা দাশ ও এনডিসি উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে কাপ্তাই হ্রদ দখল করে নির্মাণাধীন বাড়িঘরের কাজ বন্ধ করে মালামাল জব্দ করা হয়।

অভিযানের খবর পেয়ে কাজ ফেলে পালিয়ে যান নির্মাণ শ্রমিকরা।

রাঙামাটি জেলা প্রশাসন সূত্র জানায়, এ অভিযান অব্যাহত থাকবে। প্রতিবছর শুকনো মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদ বেদখলের প্রতিযোগিতা শুরু হয়। সম্প্রতি এর মাত্রা বেড়েছে। এ কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ছে হ্রদ দূষণের ঝুঁকি।

এসিল্যান্ড মৌমিতা দাশ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে। যারা এ অবৈধ দখলের নেতৃত্ব দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
X
Fresh