• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৮ মে ২০১৯, ১৬:০১

ময়মনসিংহে নগরীর চাঞ্চল্যকর পারভেজ হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় দেন।

ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাবিব এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন স্বপ্না বেগম, জীবন, সারোয়ার, সাব্বির ও শরীফ। এদের মধ্যে সারোয়ার মৃত আর বাকিরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলোনি এলাকার পারভেজকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২২ জুন আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
X
Fresh