• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘আর আমি স্কুলে যাব না আম্মু’

পাবনা প্রতিনিধি

  ২৮ মে ২০১৯, ১৫:৪০

পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ পাওয়া যায় যে, মোজাম্মেল হক অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গতকাল সোমবার তার কক্ষে শ্লীলতাহানি করেছে।

ওই শিক্ষার্থীর মা জানান, গতকাল স্কুলে কোচিং চলাকালীন সময়ে প্রধানশিক্ষক তার কক্ষটি ঝাড়ু দেয়ার জন্য তার মেয়েকে রুমে ডেকে নিয়ে যায়। এসময় একা পেয়ে তার গায়ে হাত দেন। বাড়ি ফিরে মেয়ে তার মাকে সব খুলে বলে। সেইসঙ্গে স্কুলে না যাওয়ার কথা বলে। পরে সে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার সরেজমিন তদন্ত করলে ঘটনার সত্যতা পান।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হোসেন ভুঁইয়া জানান, বিষয়টি তদন্ত করা হয়েছে। তিনি জেনেছেন ঘটনা সত্য। এখন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, তার বিরুদ্ধে এলাকার ষড়যন্ত্র চলছে। এসব ঘটনা মিথ্যা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
X
Fresh