• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহী বিমানবন্দরে লাইসেন্স করা পিস্তল ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

  ২৩ মে ২০১৯, ১৫:২৬

রাজশাহী বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি চালানোর সময় এক যাত্রীর কাছ থেকে একটি লাইসেন্স করা বিদেশি পিস্তল ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

ওই যাত্রীর নাম এসএম হাসান (৭৫)। তিনি নগরীর উপশহর এলাকার বাসিন্দা।

রাজশাহী বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় রাজশাহী-ঢাকা রুটের নভোএয়ারের যাত্রী ছিলেন তিনি। নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে একটি বিদেশি পিস্তল ও ২৭ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে অস্ত্রটির লাইসেন্স করা রয়েছে এস এম হাসানের নামে।

পিস্তলের মালিক এসএম হাসান জানিয়েছেন, অস্ত্র আগাম জমাদানের বিষয়টি তিনি জানতেন না।

বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএম হাসান নামের এক যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের প্রথম গেটেই তল্লাশির সময় নিরাপত্তা কর্মীরা অস্ত্রটি জব্দ করে। তবে এসএম হাসানের পিস্তলের বৈধ লাইসেন্স আছে।

তবে বয়স বিবেচনায় বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে অস্ত্র বহনে সম্মতি দেয়নি। তাই তার অস্ত্রটি বিমানবন্দর থানায় জমা দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফিরে তিনি অস্ত্রটি তুলতে পারবেন। তিনি অস্ত্রটি রেখেই নভোএয়ারে ঢাকার পথে রওনা হন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোবটের সাহায্যে সন্দেশখালি থেকে উদ্ধার অস্ত্র, বিস্ফোরক
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
X
Fresh