• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ১ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২৩ মে ২০১৯, ১৪:২১

কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কিশোরগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. ফজলুল কবির (৪০)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বড় খালেরপাড় এলাকার মৃত হাজী তৈয়ব আলীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার জানান, আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির সময় তাকে হাতেনাতে ধরা হয়। এছাড়া একই ব্যক্তির কাছে নির্ধারিত টিকিটের চেয়ে বেশি টিকিট বিক্রি করায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী রেদোয়ান কবিরকে সতর্ক করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বড় উদাহরণ: হাইকোর্ট
ধর্ম নিয়ে কটূক্তি : জবি শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড
নোবিপ্রবি শিক্ষার্থী আনিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ
পরিচালককে ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ
X
Fresh