• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

আমে ভরপুর সাতক্ষীরার বাজার, রপ্তানি হতে পারে ইউরোপ-আমেরিকায়

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৩ মে ২০১৯, ১২:৩১

মধু মাসের ফল রসালো আমে ভরে গেছে সাতক্ষীরার হাট-বাজার। প্রশাসনের অনুমতি পেয়ে ব্যবসায়ীরা বাগান থেকে আম ভাঙ্গতে শুরু করেছেন। গোবিন্দভোগ, গোপালভোগ ও বৈশাখীসহ অন্যান্য আম বাজারে নামলেও বিখ্যাত হিমসাগর নামতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

সাতক্ষীরা শহরের বড়বাজার, তালা, পাটকেলঘাটাসহ বিভিন্ন বাজার এখন সয়লাব সুস্বাদু আমে। বাজারে পাওয়া যাচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগসহ স্থানীয় নানান জাতের আম। তবে রসালো হিমসাগরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বাম্পার ফলন হওয়ায় এবার প্রায় ২০০ মেট্রিকটন হিমসাগর আম ইউরোপ-আমেরিকার বাজারে রপ্তানির সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় আম সরবরাহ হচ্ছে প্রায় ৫শ’ টন। সামনের দিনগুলোতে এর পরিমাণ আরো বাড়বে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে উচ্ছ্বসিত তারিন
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
বাংলাদেশের সৈকতসহ বিশ্বকাপের দায়িত্বে যেসব আম্পায়ার
এবার সন্তানদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় চান আমলারা
X
Fresh