logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

দেবে গেছে মাতামুহুরী সেতু, যান চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি
|  ২৩ মে ২০১৯, ০৮:৩৫ | আপডেট : ২৩ মে ২০১৯, ০৯:৪১
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর ঝুঁকিপূর্ণ সেতুটির মাঝখানে দেবে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, এ ঘটনার পর যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

বুধবার (২২ মে) রাতে সাড়ে ১১টার দিকে সেতু দেবে যাওয়ার ঘটনাটি ঘটে।

চকরিয়া থানার ডিউটি অফিসার এসআই জহির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সকালে জানান, রাত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী নদীর সেতুটি মাঝখানের একটি বড় অংশ হঠাৎ দেবে যায়। এটি  সড়ক ও জনপদ (সওজ) বিভাগকে অবহিত করার পরপরই সংস্কারকাজ শুরু হয়। এখনো কাজ চলছে। 

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, সড়কের উভয়পাশে যানবাহন আটকাপড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের মাঝে অনেকে নৌকাযোগে নদী পার হয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। সড়কের উভয়পাশে পুলিশ রাখা হয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়