• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে ৩০ লাখ টাকা মূল্যের রেণুপোনাসহ আটক চার

পটুয়াখালী প্রতিনিধি

  ২১ মে ২০১৯, ১২:৫৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে ৪২ ড্রাম বাগদা চিংড়ির রেণুপোনাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক চারজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত রেণুপোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

সোমবার সকালে গলাচিপা ফেরিঘাট এলাকা থেকে ট্রাকবোঝাই এসব রেণুপোনা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- লাইনম্যান মিলন, ট্রাকচালক মিলন, হেলপার শাহাবুদ্দীন ও জহির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রাকবোঝাই রেণুপোনার ৪২টি ড্রামসহ চারজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া উদ্ধার হওয়া চিংড়ির রেণুপোনা গলাচিপার চরকাজল নদীতে অবমুক্ত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, প্রায় ৩০ লাখ টাকা মূল্যের রেণুপোনাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh