• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ডিসিকে ধান কিনতে বললেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি

  ২০ মে ২০১৯, ১৩:২০
ফাইল ছবি

ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা যখন দিশেহারা ঠিক তখনই কৃষকদের পাশে এসে দাঁড়ালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

রোববার রাতে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে তিনি এই নির্দেশ দেন।

জানা গেছে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর শনিবার রাতে দেশে ফিরেন মাশরাফি বিন মর্তুজা। এরপর বিভিন্ন মাধ্যমে জানতে পারেন কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

যেখানে সরকার এক মণ ধান কিনছেন এক হাজার ৪০ টাকা দরে, সেখানে নড়াইলের হাট-বাজারে এক মণ ধান বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে।

বিষয়টি জানার পর রোববার রাতে মাশরাফি বিন মর্তুজা জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার নির্দেশ দেন। সেইসঙ্গে তিনি জেলা প্রশাসককে আরও বলেন, কোনও সিন্ডিকেটের মাধ্যমে ধান কেনা হচ্ছে এমন খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আমাকে ফোন দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার নির্দেশ দিয়েছেন। আমরাও চাই কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়।

তিনি সকল কৃষককে খাদ্য গুদামে গিয়ে ধান বিক্রি করার জন্য অনুরোধ করেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
মিল্টনকে রিমান্ডে নিয়ে সব অপকর্ম বের করা হবে: ডিবিপ্রধান
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ বক্তব্য 
অর্থনৈতিক অঞ্চলসহ হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
X
Fresh