spark
logo
  • ঢাকা রোববার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩০ জন, আক্রান্ত ২৬৮৬ জন, সুস্থ হয়েছেন ১৬২৮ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মাটির নিচে পাওয়া গেল গুপ্তধন

চাঁদপুর প্রতিনিধি
|  ১৮ মে ২০১৯, ২১:১৪ | আপডেট : ১৮ মে ২০১৯, ২১:১৯
চাঁদপুরে মাটির হাঁড়ি ভর্তি রৌপ্য মুদ্রাগুলো পাওয়া যায়, ছবি: আরটিভি অনলাইন
চাঁদপুর শহরের পুরানবাজার পালপাড়ার ব্যবসায়ী সুভাষ পোদ্দারের বাড়ির মাটির নিচে দুইশ বছরের পুরোনো ৮০টি ধাতব মুদ্রা পাওয়া গেছে। শনিবার দুপুরে বাড়ির মাটি খোঁড়ার সময় মাটির হাঁড়ি ভর্তি করে রাখা রৌপ্য মুদ্রাগুলো পাওয়া যায়। 

এদিকে গুপ্তধন পাওয়া গেছে এই নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

জানা যায়, পুরানবাজার পালপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ পোদ্দার তার শতাধিক বছরের পুরোনো টিনের ঘর ভেঙে নতুন ঘর তৈরির কাজ শুরু করেন। শনিবার দুপুরে শ্রমিকেরা মাটি খোঁড়ার সময় একটি পাতিলে রাখা অবস্থায় ৮০টি পুরোনো ভারতীয় মুদ্রা পান। পরে সুভাষ পোদ্দার কিছু মুদ্রা ঘর তৈরির কাজে শ্রমিকদের দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দেন। খবর পেয়ে পুলিশ তাদের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিস্ত্রি শুভঙ্কর জানান, সুভাষ পোদ্দারের বাড়ির মাটির নিচ থেকে কিছু পুরোনো মুদ্রা পাওয়া গেছে। তিনি আমাদেরকে কয়েকটি মুদ্রা দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দেন।

পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল আরটিভি অনলাইনকে জানান, সুভাষ পোদ্দার নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুইশ বছরের পুরোনো মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে বাড়ির মালিকের কাছ থেকে ৫৪টি ও মিস্ত্রি সুভাষ, শুভঙ্কর, আলামিন ও কবিরের কাছ থেকে ২৬টি মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

জেবি/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮১১২৯ ৮৮০৩৪ ২৩০৫
বিশ্ব ১২৬৪৫৬৫৫ ৭৩৮১৪০৮ ৫৬৩২৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়