• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

হিজবুত তাহরিরের থিংক ট্যাংকসহ দুই জন আটক

গাজীপুর প্রতিনিধি

  ১৬ মে ২০১৯, ১৪:১০

গাজীপুরের শ্রীপুর সাটিয়াবাড়ির এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জঙ্গি সংগঠনের বেশ কিছুসংখ্যক সক্রিয় সদস্য শ্রীপুরের হামিদ সিরাজীর ভাড়া বাসায় গোপন বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে গত ১৪ মে র‌্যাব-১ একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে সংগঠনের সদস্য সিরাজগঞ্জের বহুলী গ্রামের হামিদ সিরাজী নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামীর কুঞ্জছায়া এলাকার একটি বাসা থেকে রাজধানী ধানমণ্ডির বাসিন্দা ওসামা ফজলে এলাহীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জেহীদ বই, ১টি নোটবুক, ১টি মোবাইল ফোন এবং ৩ টি শার্ট উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, আটক ওসামা ফজলে এলাহী সংগঠনের অন্যতম থিংক ট্যাংক ও অর্থদাতা। ফেইসবুক আইডি ব্যবহার করে ফজলে এলাহী যুক্তরাজ্য ভিত্তিক দাওয়াতী সংগঠন IERA এর অনুসরণে Mission dawah Bangladesh নামক ফেইসবুক পেইজ খুলে উক্ত পেইজের অ্যাডমিন হিসেবে আন্তর্জাতিক উগ্রবাদী মতাদর্শের সমর্থনে বিভিন্ন পোস্ট করে। ওই পোস্ট লিফলেট আকারে প্রচারের জন্য তিনি হামিদ সিরাজীকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা প্রদান করেন।

এছাড়া আটককৃতরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করার জন্য বই-পুস্তক বিলি বণ্টন, প্রশিক্ষণ দিতো বলে জানায় র‌্যাব।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বুয়েটে হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ
X
Fresh