• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ লাইন্সে নারী কনস্টেবলের আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

  ০৯ মে ২০১৯, ১১:৩৮

টাঙ্গাইল পুলিশ লাইন্সের এক নারী পুলিশ সদস্য (কনস্টেবল) নিজ কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

বুধবার দুপুরে তার লাশ পুলিশ লাইনের নারী কনস্টেবল ব্যারাক থেকে উদ্ধার করা হয়।

ফাঁসি নেয়া ওই পুলিশ সদস্যের নাম শারমিন আক্তার (২৪)। তিনি টাঙ্গাইল গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার কলিম উদ্দিনের মেয়ে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম শারমিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত আরটিভি অনলাইনকে জানান, শারমিন অফিসে না আসায় গোয়েন্দা পুলিশ অফিস থেকে তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে পুলিশ ব্যারাকে অন্য এক নারী কনস্টেবলকে ফোন দিয়ে খোঁজ নিতে বলা হয়। ওই নারী কনস্টেবল শারমিনের রুমের সামনে গিয়ে দরজা বন্ধ পায়। পরে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শারমিনকে দেখতে পান।

তিনি আরও জানান, শারমিনের মরদেহ উদ্ধারের পর একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে মরহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।

জানা যায়, শারমিন আক্তারের স্বামী মাহবুবুর রহমানও পুলিশের কনস্টেবল। তিনি ঢাকা মেট্রোপলিটনে কর্মরত। গত দেড় মাস আগে মাহবুবুর রহমানের সঙ্গে শারমিনের বিয়ে হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh