• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোজায় ওজনে কম, আঙ্গুরে ফরমালিন, মাংসের দাম বেশি রাখছেন ব্যবসায়ীরা

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৮ মে ২০১৯, ১৫:৩২
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর দুটি বাজারের দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেয়া, গরুর মাংস বেশি দামে বিক্রি, অধিক মূল্যে পণ্য বিক্রি ও আঙ্গুর ফলে ফরমালিন দেওয়ায় ১০ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নগরীর চকবাজার ও আতুরার ডিপো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নগরীর চকবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন আরটিভি অনলাইনকে বলেন, গরুর মাংসের মূল্য বেশি রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, আঙ্গুর ফলে ফরমালিন দেওয়ায় অভিযোগে সাত দোকানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ফরমালিন দেওয়া আঙ্গুর ধ্বংস করা হয়েছে।

আতুরার ডিপো এলাকায় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রট শারমিন আখতার আরটিভি অনলাইনকে বলেন, আতুরার ডিপো এলাকার তিনটি দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে গরুর মাংস ও দেশি মুরগি বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে বিএসটিআই, চট্টগ্রাম চেম্বার ও ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
X
Fresh