logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

চাঁদপুর প্রতিনিধি
|  ০৮ মে ২০১৯, ১৪:৪০ | আপডেট : ০৮ মে ২০১৯, ১৫:১৬
চাঁদপুর সদর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার বাগড়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড় জেলার ফখিলাগার গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোজাম্মেল (২৩) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সিএনজিচালক রফিক গাজী (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ফরিদগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে বাগড়াবাজার এলাকা অতিক্রমকালে বালুবাহী ট্রাকটি অটোকিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, ট্রাক ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

জেবি/এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়